ছাগলের শেষ নৃত্য
ফুটবল ঈশ্বরের নিকটে উপস্থিত হইয়া তাহারা কহিল, “হেক্সাটা এইবার পাইয়ে দিলে ভালো হয়।” ঈশ্বর বলিলেন, “ছয়টা কেন? সাতটা দেব তোদেরকে।” তাহারা বলিল, “কিন্তু, এক বছরে দুইটি বিশ্বকাপ কী করে পাই প্রভু?” ঈশ্বর বলিলেন, “কাপের কথা বলছিলি নাকি?” অতঃপর এক ম্যাচে সাতখানা খাইয়া সেমিতে বিদায় লইয়া তাহারা আরজ করিল, “তবে আর্জেন্টিনা যেন তা না পায় প্রভু।” ফুটবল ঈশ্বর বলিলেন “তথাস্তু।”
তারপর তাহারা বলিল, “কাপ দাও নি, অন্তত কোপাটা দিয়ে দাও।” ফুটবল ঈশ্বর বলিলেন, “কিন্তু তোরা তো যোগ্য না।” তাহারা বলিল, “তবে আর্জেন্টিনা যেন তা না পায় প্রভু।” ফুটবল ঈশ্বর বলিলেন “তথাস্তু।” তারপর এই ঘটনা আবারো ঘটিল। জনৈক ছাগল বলিলেন, “সহেনা যাতনা, তোমারও আশায়”। বলিয়া ইস্তফা দিলেন দায়িত্ব থেকে। তাহারা ঠাট্টা করিল। ছাগল আবার জনগণের কথায় কর্মে ফিরিলেন। তাহারা আবার ঠাট্টা করিল।
ঠাট্টায় ঠাট্টায় আরেকটি বিশ্বকাপ কড়া নাড়িল দুয়ারে। এইবার অন্তত সাতটি খাইব না, বলিয়া পরবর্তী যাত্রা শুরু হইলো। ঈশ্বরকে তাহারা বলিল, “এবার যেন হেক্সাটা পেয়ে যাই প্রভু।” ঈশ্বর বলিলেন, “তোরা না ইউরো পেয়েছিস কেবল?” ব্রাজিল ফ্যানরা বলিল, “সুইস ব্যাংকের অর্থ দিয়ে কি আর দেশের কর আদায় হয়?” “তোরা বড়ই লোভী”, ফুটবল ঈশ্বর ক্রুদ্ধ হইলেন। দল বিদায় লইল। তাহারা বলিল, “অন্তত আমাদের নিজস্ব ছাগল হ্যাজার্ডের দলের সহিত খেলে হেরেছি।” আরো পরে বলিল, “অন্তত আমাদের প্রিয় কচ্ছপই কাপটি পাইলো, আহা।” অতঃপর তাহারা ঈশ্বরের নিকট উপনীত হইয়া ক্রন্দন আরম্ভ করিল, “অন্তত কোপাটা পাইয়ে দাও প্রভু।” প্রভু বলিলেন “যথা আজ্ঞা।” তাহারা কোপা হাতে লইয়া নাচিল। তারপর ঠাট্টা করিল ছাগলকে লইয়া।
কিছুকাল পরে যখন ছাগল কোপায় হাত দিল, তাহারা বলিল, “ছাগলের জন্য তৈয়ারকৃত মেজর ট্রফি। আমরা ইহাকে চিনি না।” কিছুকাল পরে আসিল আরেকটি বিশ্বকাপ। তাহারা ফুটবল ঈশ্বরকে ত্যক্ত করিয়া মারিল, “এবার হেক্সা…।” ঈশ্বর বলিলেন, “থাম তোরা। বিশটি বছর তো হইলো।” তাহারা বলিল, “তাহলে অন্তত ছাগলটা…” ঈশ্বর বলিলেন, “দেখছি ব্যাপারটা।” এর কিছু দিবস পর তাহারা বলিল, “অন্তত মাদ্রিদের ছাগলের দলের কাছে হেরেছি। অন্য ছাগল এখনো জীবিত।” তারো কিছু পরে যখন সাবেক দলীয় ছাগল পতিত হইল, সকলে ঠাট্টা আরম্ভ করিল। পেপে বলিল, “আয়োজকদল অন্য ছাগলকে জেতাতে চায়।” ব্রুনো বলিল, “পক্ষপাতিত্ব।” যেন দশজনের দল নিয়ে খেলতে নামা আয়োজকদের দোষ। ব্রাজিল ফ্যানরা বলিল, “ছাগল কাঁদছে, অন্তত আজ ঠাট্টা করিবেন না।”
ফুটবল ঈশ্বর হাসিলেন। ছাগলকে শেষ নৃত্যের সু্যোগ দেওয়া হইবে নাকি ভাবিতে ভাবিতে তাহার দিন চলিতেছে।