হ্যারি পটার রিভিউ (ডেফিনিটলি নট অ্যাবাউট পলিটিক্স)

হ্যারি পটার সিরিজটা আমার ভালো লাগে না। মুভি কিংবা বই - যেটাই বলেন, সব গাঁজাখুড়ি জিনিসপাতি দিয়ে ভরা।

এই মনে করেন হ্যারির নিজের কথাই ধরি। ওর বাপ-মাকে মারসে লর্ড ভল্ডেমোর্ট। এজন্য সে হয়ে গেল chosen one. কেন ভাই? যেই প্রফেসি হ্যারির জন্য ছিল, একই প্রফেসি তো নেভিলের জন্যও খাটে। যেই পোলা জীবনে ম্যাজিক দেখলো না, জানেও না সে উইজার্ড সে একদিন হয়ে গেল উইজার্ড সমাজের ত্রাণকর্তা। বাপ মা মরসে তাই সিম্প্যাথি পাইতেসে - এইটা বাদে তার-ই চোজেন ওয়ান হওয়ার পিছে আর কোন লজিক দেখলাম না। এইভাবে কেউ মানবতার ত্রাণকর্তা হয়ে যাওয়া বাস্তবে মনে হয় না পসিবল।

এরপর স্কুলেও যাচ্ছেতাই অবস্থা। সাত বছর ধরে স্লিদারিন হাউজ কত সুন্দর হাউজকাপ জিতে আসতেছে। এরপর হ্যারি যেই বছর ক্লাস শুরু করলো, সেই বছর সব গেল চেঞ্জ হয়ে। সারা বছর কে কী করসে সব বাদ, হাউজকাপ ডিক্লারেশনের আগেরদিন মাঝরাতে হ্যারি, রন, হার্মিওনি আর নেভিল কী করসে সেটার ওপর বেইজ করে ডাম্বলডোর গ্রিফিন্ডরকে ইচ্ছামতো পয়েন্ট দিয়ে দিলো। তাহাজ্জুদের ওয়াক্তে কাজ করে এইভাবে হাউজকাপ নিয়ে নেয়া খুবই দৃষ্টিকটু। দুর্নীতি আর স্বজনপ্রীতির এমন উদাহরণ রিয়াল লাইফে কখনো দেখি নাই।

এইগুলাও বাদ দিলাম। ট্রাইউইজার্ড কাপের কথা ধরেন। এত বছর ধরে এই ইভেন্ট হয়ে আসতেছে। কী সুন্দর তিন স্কুলের সেরা প্রতিদন্দ্বীরা পার্টিসিপেট করে। এর মধ্যে হ্যারির টাইমে আইসাই চারজনরে ঢুকানো লাগলো। ইভেন্টের নাম ঠিকই ‘তিন উইজার্ড’, কিন্তু অংশ নিবে চারজন - কারণ হ্যারিকে খেলাইতে হবে। তা বুঝলাম সে খেললো ভালো কথা। কিন্তু এই ইভেন্টেও তার নামে এতো চিয়ারিং কেন বুঝলাম না। সে ঢুকসে দুর্নীতির আশ্রয় নিয়া - তার চেয়ে ভালো খেলোয়ার সেড্রিকও তো হগওয়ার্টস থেকে খেলতেসে। হ্যারির কেন বিকল্প নাই এই বিষয়টা মাথায় আসলো না।

হ্যারি ফিফথ ইয়ারে গিয়া নিজের অর্গানাইজেশনই খুলে ফেললো, নাম “ডাম্বলডোর্স আর্মি”। মানে স্কুলের এক পোলা, সে রাজনৈতিক দল লালন পালন করতেসে, নিজে ট্রেইন করতেসে, সেটার নামও দিসে ‘আর্মি’। এগুলা নিয়া কারো মাথাব্যথা নাই। দুয়েকজন বাদে সবাই মোরাল সাপোর্ট দিতেসে। যেখানে হ্যারির মেইন উদ্দেশ্যই হইতেসে তার বাপ-মা কে মারসে যেই ভল্ডেমোর্ট তার থেকে বদলা নেয়া, উইজার্ডিং ওয়ার্ল্ড নিয়া তার কোন মাথাব্যথা নাই- এমন একটা অবস্থায়ও কেউ কোন সমস্যা দেখতেসে না।

স্নেইপ আরেক খারাপ। সারাদিন প্রিটেন্ড করে যে সে নিউট্রাল ইভেন হ্যারিকে দেখতে পারে না। কিন্তু তলে তলে ঠিকই হ্যারির প্রতি ফুল সাপোর্ট। পারলে নিজের হাতে ভল্ডিকে মাইরা দেয় কিন্তু নিউট্রালিটি শো করতে গিয়ে পারে না।

এরপর একটা পর্যায়ে তো হ্যারির বন্ধুবান্ধব নিজেদের রেডিও চ্যানেল খুললো। এই চ্যানেলের কাজ হইতেসে শুধু হ্যারির গুণগান করা, ওদের দলের কার কী অবস্থা এইগুলা বলা আর অপজিশনের সবাইরে ডিফেম করা আর বদনাম করা। শেইমলেস এই সার্কেল হইলো সিরিজের প্রোটাগনিস্ট। ভালোই।

লাস্টে দিয়া হ্যারি ঠিকই ভল্ডেমোর্টরে মারলো। এর আগে ওরে জিতাইতে গিয়ে মরলো ডাম্বলডোরের মতো প্রজ্ঞাবান এক উইজার্ড। এরপর রেমাস লুপিন, নিম্ফাডোরা, ফ্রেড এর মতো লয়াল লড়াকু লোকেরাও মরলো হ্যারিকে জিতাইতে গিয়ে। হ্যারির এইসব নিয়া কিছু যায় আসে না। যেহেতু তার কাজ শেষ, বাপ মায়ের হত্যাকারীকে মারতে পারসে সেহেতু সে এরপর নরমাল জীবনযাপন করলেই পারতো। কিন্তু না। সে নিজে হইলো অরোরদের প্রধান, তার বেস্টু হার্মিওনি হইলো মিনিস্ট্রির হেড। মানে যা তা।

যারা হ্যারি পটার দেখে এরাও কম যায় না। চোখের সামনে এতো অন্যায় দেখতেসে - কীভাবে গ্রিফিন্ডরকে জোর করে হাউজকাপ জিতিয়ে দেয়া হইতেসে, কীভাবে সবাই সবকিছুতে হ্যারিকে ফেবার করতেসে এইগুলা সবই তাদের কাছে নর্মাল। “বাকি সব হাউজ খারাপ ব্রো” টাইপের ডায়লগ মেরে নির্লজ্জের মতো গ্রিফিন্ডর আর হ্যারির জন্য চিয়ার করে। আরে ভাই, ডাম্বল্ডোরের বিকল্প মিনার্ভা হইতে পারে, ফাজের বিকল্প কিংস্লে হইতে পারে - হ্যারি আর গ্রিফিন্ডরের বেলায় কেন বিকল্প থাকবে না?

এইসব দুর্নীতি, স্বজনপ্রীতি, স্বার্থপরতা, ক্ষমতার মিসইউজ করা - এইসব ব্যাপার হ্যারি পটারের মতো গাঁজাখুড়ি বই বাদে আমি লাইফে দেখি নাই। এইগুলা পইড়া মানুষ নিজেদেরকে বইপড়ুয়া মনে করে, ভাবলেও মেজাজ খারাপ হয়ে যায়। হ্যারি পটার আর পটহেড একটাকেও আমি দুই চোখে দেখতে পারি না।