একটা মানুষ এতজনকে ভালো কিভাবে বাসতে পারে?

স্বামীর তৃতীয় বিয়ে খেয়ে বাসায় ফিরছিলাম। গাড়িতে চারটি সিট। পেছনের সিটে স্বামী, নতুন স্ত্রী আর দ্বিতীয় স্ত্রী বসে গেছে। তাই আমি বসলাম ড্রাইভারের পাশের সিটে। সারাটা সময় স্বামী আমার সাথে কোন কথা বললো না। ভাবলাম সালাসাতুনের এর সাথে ভাব জমাচ্ছে।

বাসায় ফিরে দেখি তাও কোন কথা বলছে না। অনেক্ষণ কাকুতিমিনতি করার পর বললো, “খুব তো বসে ছিলে ড্রাইভারের সাথে। তারই মাসানা হও।” আমি স্বামীকে অনেক বুঝানোর চেষ্টা করলাম। অনেক্ষণ কান্নাকাটি করেও যখন লাভ হলো না, তখন বললাম “আপনার জন্য রুবায়া খুঁজে বের করেছি।” স্বামী সাথে সাথে আমাকে বুকে জড়িয়ে নিলো।

চতুর্থ স্ত্রীকে সাজাতে সাজাতে ভাবছি “একটা মানুষ এতজনকে ভালো কিভাবে বাসতে পারে?”

নোট: এই লিখাটা লিখি যখন তখন ফেসবুকে টক্সিক রিলেশন নিয়ে একটা স্টোরি সার্ফেস করছিল। সেটার শেষে লিখা ছিল "একজন মানুষ এতটা ভালো কীভাবে বাসতে পারে?" আমি পরে সেটার প্যারোডি হিসাবে এটা লিখি। মজার ব্যাপার হলো, এই লিখা পোস্ট করার পর আমাকে চার বিবাহের সাপোর্টার ভেবে প্রচুর লোক ফলো দেয়। পরে আমার অন্য পোস্ট দেখে আবার তারা ধীরে ধীরে আনফলো করে দেয়।