বহুদিন পর আমাদের দেখা সিনেমাহলে

বহুদিন পর আমাদের দেখা সিনেমাহলে
কথা হয় নি, পাশে স্ত্রী ছিল
একবার মনে করলাম একটু হাত নাড়িয়ে ইশারা দেই
তুমি তাকালে না, তোমার কোলের বাচ্চাটা কাঁদছিল
আবার ভাবলাম ডাক দিয়ে বলি কেমন আছো?
সময় ছিল না, আমার ছোট ছেলেটা বড্ড জ্বালাচ্ছিল
একবার তো বলেই ফেললাম,
এসো একসাথে রাতের খাবার খাবো
পারলাম না, দু’মাস পর আমার মেয়ের বিয়ে
তুমি আসলে খুব খুশি হবো
তুমি কিন্তু আমাকে দেখেও দেখলে না শেষে
অবশ্য ঠিকই আছে, তোমার পাশেও তো স্ত্রী ছিল…

নোট: এই কবিতাটার কন্টেক্সট এরকম যে, কবি ভাস্কর চক্রবর্তীর স্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল উনি তাকে নিয়ে কোন কবিতা লিখেছেন নাকি। কবিপত্নীর উত্তর ছিল এই কবিতার প্রথম দুই লাইন। পরে আমি পুরো কবিতা কোথাও খুঁজে না পেয়ে নিজেই এটা লিখি। শেষ দুই লাইনের টুইস্ট অবশ্য রিদওয়ান রুদ্র লিখে দেয়। তাকে ধন্যবাদ।